Text size A A A
Color C C C C

সুনামগঞ্জে সুরমা নদীর উপর নির্মিত '' আব্দুজ জহুর সেতু ''

৪০২.৬১ মিটার দীর্ঘ  '' আব্দুজ জহুর সেতু '' এর নির্মাণ কাজ গত ৩০/০৬/২০১৫ তারিখে সমাপ্ত হয়েছে। এতে ব্যয় হয়েছে ৳- ৭১১৩.৩৫ লক্ষ টাকা। এই সেতুটি নির্মাণের ফলে বিশ্বম্ভরপুর উপজেলা, জামালগঞ্জ উপজেলা এবং ধর্মপাশা উপজেলার সাথে জেলা শহর সুনামগঞ্জ এর সড়ক সংযোগ স্থাপিত হয়েছে। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, বর্ণিত সেতুটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী " শেখ হাসিনা " ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গত ২০/০৮/২০১৫ খ্রি: শুভ উদ্বোধন করেন।